দুই স্বামীর সঙ্গে সংসার, জান্নাতুলকে নিয়ে এলাকায় চাঞ্চল্য
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস একই সময়ে দুই স্বামীর সঙ্গে সংসার করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। প্রথম স্বামীর সঙ্গে সংসার করার সময়ই দ্বিতীয় বিয়ে করেন। দুই স্বামীর মন জয় করেই চলছিলেন তিনি। স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুজনের কাউকেই। অবশেষে প্রায় দুবছর পর বিষয়টি প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২০২২ সালে প্রেম করে ইউটিউবার সাগর শেখকে গোপনে বিয়ে করেন জান্নাতুল। পরে পারিবারিক চাপে দ্বিতীয় বিয়ে করেন আরেক যুবককে। প্রথম স্বামী সাগরের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করছিলেন তিনি।


সম্প্রতি বিষয়টি জানাজানি হলে সাগর স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ এবং আদালতে মামলা করেন। অন্যদিকে, জান্নাতুল এখন দ্বিতীয় স্বামীর সঙ্গেই থাকতে চান বলে জানান।
এ বিষয়ে সাগর শেখ জানান, তার ও জান্নাতুলের বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানতো। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা বিদেশ থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে সাগরের যাতায়াত বন্ধ হয়ে যায়। তাদের বিয়ের চার মাসের মাথায় সাগর ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ীর বাইরে যান। কাজ থেকে এসে সাগর জানতে পারেন তার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছেন। সাগর তার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে, ‘পরিবারের চাপে বিয়ে করেছি। ওই ছেলের সঙ্গে আমার কোন সম্পর্ক হয়নি। আমি তোমার স্ত্রী আছি, তোমারই থাকবো। আমার আম্মু দেশে আসলে আমি তোমার কাছে চলে আসবো।’
তিনি জানান, এখন বাধ্য হয়ে তিনি তার স্ত্রীকে ফিরে পেতে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত ১১ নভেম্বর লিখিত অভিযোগ করেছেন। এছাড়া ১৭ নভেম্বর রাজবাড়ীর বিজ্ঞ ১ নম্বর আমলি আদালতে মামলা করেছেন।
ইউপি চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদের কোনো নোটিশ ইউনিয়ন পরিষদে পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।