নড়াইলে পলিথিন ব্যবহার করায় জরিমানা, ১০ কেজি পলিথিন জব্দ
নড়াইলে পলিথিন ব্যবহার করায় ছয় দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ। অভিযানকালে পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ছয় দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।