আন্দোলনে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা: সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আজীবন ফাস্ট ট্র্যাক চিকিৎসা সেবা দেয়ার জন্য দেশের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ সংক্রান্ত তথ্য দিয়েছেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

তিনি বলেন, ‘আন্দোলনে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে এবং এ সেবা দেশের সকল সরকারি হাসপাতালে নিশ্চিত করা হবে।’

আজ (২১ নভেম্বর) শাহাবাগস্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লককে মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হবে, যেখানে আহতদের চিকিৎসা কার্যক্রম চলবে। আহতদের জন্য সরকারি হাসপাতালগুলোতে ডেডিকেটেড বেড ব্যবস্থা এবং বিশেষজ্ঞদের পরামর্শে উন্নত চিকিৎসা ব্যবস্থাও নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘আন্দোলনে আহতদের মানসিক ট্রমার জন্য মেন্টাল হেলথ ইনস্টিটিউটে কাউন্সেলিং সেবা এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য নেয়া হবে।’

তিনি বলেন, আমাদের নজরে এসেছে ইতোমধ্যে অনেকেই চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করে ফেলেছেন। সেই চিকিৎসার টাকা ফেরত দেওয়ার জন্য একটি উদ্যোগ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে নেয়া হয়েছে। অবশ্যই এ টাকাটা তিন লাখ টাকার সাথে জড়িত নয়। এটি সম্পূর্ণ আলাদা। যার যত টাকা খরচ হয়েছে ডকুমেন্টস সহ আমাদের সেলে জমা দিলে আমরা যথাযথ ভেরিফিকেশন করে আহতদের টাকা ফেরত দিব।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আহতদের শ্রেণীকরণের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদানের সর্বোচ্চসীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।

Nagad

তিনি বলেন, আমাদের নজরে এসেছে ইতোমধ্যে অনেকেই চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করে ফেলেছেন। সেই চিকিৎসার টাকা ফেরত দেওয়ার জন্য একটি উদ্যোগ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে নেয়া হয়েছে। অবশ্যই এ টাকাটা তিন লাখ টাকার সাথে জড়িত নয়। এটি সম্পূর্ণ আলাদা। যার যত টাকা খরচ হয়েছে ডকুমেন্টস সহ আমাদের সেলে জমা দিলে আমরা যথাযথ ভেরিফিকেশন করে আহতদের টাকা ফেরত দিব।

গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম (অতিরিক্ত সচিব) বলেন, আহতদের পূনর্বাসনের একটা সুনির্দিষ্ট নীতিমালা সরকার থেকে করা হবে।

জুলাইয়ের আন্দোলনে অনেকে আহত হয়েছেন, যারা শারীরিকভাবে আহত হয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যাতে কর্মজীবনে ফিরে আসার পথ ব্যাহত হতে পারে। এজন্য সরকার কিছু অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলবে যাতে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। যারা শহিদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা সরকারের আছে।