মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: সংস্কৃতি উপদেষ্টা
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার তাদের লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং তা ধ্বংস করে ফেলেছে।’ তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নবায়ন ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে হবে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফারুকী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে, যা দেশের স্বাধীনতার আসল চেতনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে।


ফারুকী আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ভিডিও ফুটেজ সংস্কৃতি মন্ত্রণালয় সংরক্ষণ করবে এবং ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ নামে একটি উদ্যোগ বাস্তবায়ন করবে। এই কার্যক্রমে বাংলাদেশের আট শীর্ষ নির্মাতা আট বিভাগে জুলাই অভ্যুত্থান নিয়ে আটটি ‘ভিজ্যুয়াল কনটেন্ট মেকিং’ কর্মশালা আয়োজন করবে। তাছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে তরুণদের জন্য জনপ্রিয় শীর্ষস্থানীয় শিল্পীদের একটি অ্যালবাম তৈরি করা হবে। দেশজুড়ে তারুণ্যের উৎসবে অংশ নেবে সংস্কৃতি মন্ত্রণালয়। তরুণ-তরুণীদের মধ্যে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি পালন করা হবে। বাংলা একাডেমি লেখকদের জন্য সৃজনশীল লেখালেখি কর্মশালার আয়োজন করবে।