এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া, ড. ইউনূস বললেন ‘আমরা গর্বিত’

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ এক যুগ পর অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানের শুরুতেই ড. ইউনূস খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বলেন, “আপনার আজকের উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয়। এক যুগ ধরে আপনি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাননি। আজ আপনাকে এখানে পেয়ে আমরা সবাই আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, “শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।”

২০১২ সালের পর এবারই প্রথমবারের মতো সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ।এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়। িঅনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া পাশাপাশি বসেন। তাদের মাঝে হাস্যোজ্জ্বল কথোপকথন হয়। অতিথিদের সঙ্গে ড. ইউনূসও কুশল বিনিময় করেন।

রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় সাজা স্থগিতের পর এটি ছিল খালেদা জিয়ার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিতি। তার এই অংশগ্রহণ বিএনপির নেতাকর্মীদের মধ্যেও বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে।

Nagad