ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১,২১৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২১৪ জন রোগী।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগীদের মধ্যে বরিশালে ৮২, চট্টগ্রামে ৯৪, ঢাকার বাইরে ৪৩০, ঢাকা উত্তর সিটিতে ১৯৫, দক্ষিণ সিটিতে ১৪১, খুলনায় ১১৭, রাজশাহীতে ৩৯, ময়মনসিংহে ৯১, রংপুরে ১৪ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৪,৩৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৫০.৭০ শতাংশ নারী এবং ৪৯.৩০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তবে চলতি বছর জুন থেকে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মারা যান, যা এক বছরে সর্বোচ্চ। ২০২২ সালে মারা গিয়েছিলেন ২৮১ জন এবং ২০১৯ সালে এ সংখ্যা ছিল প্রায় ৩০০।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Nagad