ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

ঢাকার আগারগাঁও, মহাখালী, গাবতলী, মোহাম্মদপুর এবং ডেমরা এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়কে বিক্ষোভ করছেন। তাদের এ আন্দোলনের কারণে এসব এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এসব এলাকায় রিকশাচালকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী বারবার সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে।

এ রিটটি দায়ের করেন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী। বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশার মধ্যে একটি বড় অংশ ব্যাটারিচালিত।