রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কোনো বিধান থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, আমাদের প্রস্তাব, রাজনৈতিক দলের সাজার ক্ষেত্রে আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়ার ব্যাপারে। ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’ এর খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করেন, তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারেন। তবে, এসব বিষয় খসড়ায় বলা নেই।

তিনি বলেন, যুদ্ধাপরাধ বা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে বিচারের আওতায় আনার জন্য আইসিটি আইনের সংশোধিত খসড়ায় একটি নতুন ধারা যুক্ত করা হয়েছিল। তবে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই ধারাটি যুক্ত না করার সিদ্ধান্ত হয়। কোনো রাজনৈতিক দলের বিচার প্রচলিত অন্যান্য আইনে যেমন সন্ত্রাসবিরোধী আইনে করা সম্ভব। সরকার চেয়েছে আইসিটি আইন নিয়ে কোনো বিতর্ক না হোক।

প্রসঙ্গত, বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর আগে ১৯ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

Nagad