উসকানিতে জড়াবেন না, দায়িত্বশীল হবেন ছাত্ররা: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

ছাত্রদের কোনো উসকানিতে আন্দোলন বা সংঘাতে জড়ানোর বদলে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ছাত্রদের নেতৃত্বে অনেক বড় গণআন্দোলন সংঘটিত হয়েছে। এখনো তাদের নানা আকাঙ্ক্ষা ও দাবি রয়েছে। সরকার এসব দাবি গুরুত্বসহকারে শুনছে এবং সমাধানের চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আন্দোলনকারীদের প্রতি আমার আহ্বান থাকবে, কারও উসকানিতে নেতিবাচক কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। প্রপার চ্যানেলের মাধ্যমে সরকারের সঙ্গে কথা বলুন। সরকার আপনারা যা বলবেন, তা শুনতে এবং সমাধানের দিকে এগোতে প্রস্তুত।”

ছাত্রদের প্রতি আস্থা প্রকাশ করে মাহফুজ আলম বলেন, “আমরা বিশ্বাস করি, ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং সমাধানের পথে এগিয়ে আসবে।”