ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাস ভাঙচুরের ঘটনায় শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত চলতে থাকে।
দুই পক্ষের ইটপাটকেলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সিটি কলেজ ভবন থেকে শিক্ষার্থীরা ইট ছুড়ছেন, আর নিচে থেকে ঢাকার কলেজ শিক্ষার্থীরা পাল্টা জবাব দিচ্ছেন।


এই সংঘর্ষে সায়েন্সল্যাব, মিরপুর রোড ও ধানমন্ডি এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত হয়েছেন পুলিশ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান রয়েছে।
ঠিক কী নিয়ে এ সংঘর্ষ, সেই বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে, ২৮ অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান নানা স্বেচ্ছাচারিতা, বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসছেন। সেজন্য এসব বিষয়ে যৌক্তিক সমাধান চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। সেই ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ ২০ দিন বন্ধ রাখার পর ১৯ নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়।