সাইবার সিকিউরিটি এক্সপার্ট খুঁজছে ‘স্টারটেক’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ খুঁজছে। প্রতিষ্ঠানটি দক্ষ, পরিশ্রমী এবং আন্তরিক প্রার্থীর খোঁজ করছে, যাঁর আইটি খাতে বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

পদবী:
সিনিয়র এক্সিকিউটিভ, সাইবারসিকিউরিটি সলিউশনস

পদসংখ্যা:
২ জন

কাজের স্থান:
ঢাকা

দায়িত্বসমূহ:

সাইবার সিকিউরিটি সম্পর্কিত প্রাথমিক ধারণা এবং সর্বোত্তম পদ্ধতির জ্ঞান থাকতে হবে।
সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আপডেট থাকা আবশ্যক।
উইন্ডোজ প্ল্যাটফর্মে সফটওয়্যার ইনস্টল করার সক্ষমতা।
ক্লায়েন্ট সিস্টেম পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, নিরাপত্তা এবং পারফরম্যান্স রিপোর্ট প্রস্তুত করা এবং সুপারিশ প্রদান।
সম্ভাব্য ক্লায়েন্টের সাথে মিটিং করে প্রযুক্তিগত এবং ব্যবসায়িক প্রয়োজন নির্ধারণ।
টেন্ডার, আরএফকিউ এবং আরএফপি-এর জন্য প্রযুক্তিগত প্রস্তাব ও আর্কিটেকচার প্রস্তুত করা।
বিক্রয় দলকে সম্ভাব্য গ্রাহক যোগ্য করতে সহায়তা করা।
গ্রাহকের সাইট বা ক্লাউড পরিবেশে প্রেজেন্টেশন ও প্রুফ অব কনসেপ্ট (POC) প্রস্তুত করা।
দূর থেকে বা সরাসরি গ্রাহককে প্রযুক্তিগত সহায়তা প্রদান।

Nagad

অতিরিক্ত যোগ্যতা:
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
দ্রুত সম্পর্ক স্থাপন করার দক্ষতা এবং একাধিক কাজ পরিচালনার সক্ষমতা।
সাইবার সিকিউরিটি সলিউশন (যেমন SIEM, PAM, NMS, 2-FA ইত্যাদি) সম্পর্কে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।

যোগ্যতা ও অভিজ্ঞতা:
প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা।
কর্পোরেট সেলস এবং সাইবার সিকিউরিটি বিশেষ করে অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়সসীমা:
২০ থেকে ৩৫ বছর।

চাকরির ধরণ:
স্থায়ী।

বেতন ও অন্যান্য সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষ।
বার্ষিক বেতন পর্যালোচনা।
দুইটি উৎসব ভাতা।

আবেদনের শেষ তারিখ:
২৫ নভেম্বর ২০২৪।

আবেদন পাঠানোর ঠিকানা:
সিভি পাঠান: mohaiminul@stel.com