পদত্যাগ করলেন মেসিদের কোচ টাটা মার্টিনো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

লিওনেল মেসি এবং তার দল পেরুর বিপক্ষে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত থাকাকালেই যুক্তরাষ্ট্র থেকে এলো চমকপ্রদ খবর। ইন্টার মায়ামির প্রধান কোচ জেরার্দো টাটা মার্টিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

আর্জেন্টিনা দল পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে এ বছরের আন্তর্জাতিক সূচি শেষ করলেও মেসি যুক্তরাষ্ট্র থেকে দুঃসংবাদ পেয়েছেন। টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্টিনো আগামী শুক্রবার (২২ নভেম্বর) ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের বিস্তারিত জানাবেন।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মার্টিনো। এরপর লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের নিয়ে মার্কিন ফুটবলে দারুণ সাফল্য অর্জন করেন। তার কোচিংয়ে ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ শিরোপা জিতে এবং সাপোর্টারস শিল্ডে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে। ক্লাবটি ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে।

তবে শেষটা সুখকর হয়নি। মেজর লিগ সকারের প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি। এরপরই মার্টিনো প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মার্টিনোর হঠাৎ এই সিদ্ধান্তে লিওনেল মেসি এবং ইন্টার মায়ামি দলে প্রভাব পড়বে কিনা, তা নিয়ে এখন আলোচনা চলছে ফুটবল মহলে।

Nagad