বছর শেষেও হতাশ ব্রাজিল, উরুগুয়ের সঙ্গে ড্র

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

ছবি: গোল ডট কম

বিশ্বকাপ বাছাইপর্বে আরেকটি হতাশাজনক পারফরম্যান্স নিয়ে বছর শেষ করেছে ব্রাজিল। বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগে ভেনেজুয়েলার সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ছন্নছাড়া ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে। ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলে এগিয়ে যায় উরুগুয়ে।

তবে ম্যাচের ৬২ মিনিটে গারসনের করা সমতাসূচক গোল কিছুটা স্বস্তি এনে দেয় ব্রাজিল শিবিরে। এরপর ব্রাজিল তাদের পরিচিত আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করলেও ফরোয়ার্ড লাইনের ব্যর্থতায় আর গোলের দেখা পায়নি।বছর শেষেও হতাশ ব্রাজিল, উরুগুয়ের সঙ্গে ড্র

বিশ্বকাপ বাছাইপর্বে আরেকটি হতাশাজনক পারফরম্যান্স নিয়ে বছর শেষ করেছে ব্রাজিল। বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগে ভেনেজুয়েলার সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ছন্নছাড়া ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে। ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত গোলে এগিয়ে যায় উরুগুয়ে।

তবে ম্যাচের ৬২ মিনিটে গারসনের করা সমতাসূচক গোল কিছুটা স্বস্তি এনে দেয় ব্রাজিল শিবিরে। এরপর ব্রাজিল তাদের পরিচিত আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করলেও ফরোয়ার্ড লাইনের ব্যর্থতায় আর গোলের দেখা পায়নি।

Nagad