যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হলে যুদ্ধে হারবে ইউক্রেন: জেলেনস্কি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করলে ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে হেরে যাবে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১৯ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা বন্ধ করে দেয়, তাহলে আমরা…মনে হয় হেরে যাব।” খবর এএফপির।

জেলেনস্কি আরও বলেন, “আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের নিজস্ব উৎপাদন আছে, তবে তা আমাদের টিকে থাকার জন্য যথেষ্ট নয় এবং সম্ভবত অস্তিত্ব রক্ষার জন্যও যথেষ্ট নয়।”

রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই এই যুদ্ধে দেশটির সহায়তা বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। নির্বাচনি প্রচারণায় ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্ষমতায় এলে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেবেন, যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্পের মিত্ররা রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাদের মতে, এই সিদ্ধান্ত যুদ্ধে নতুন মাত্রা যোগ করবে এবং তা ঝুঁকিপূর্ণ হতে পারে।

জেলেনস্কি বলেন, “এই যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের ওপর প্রভাব রাখতে পারেন, কারণ তিনি পুতিনের চাইতেও বেশি ক্ষমতাধর।” তিনি আরও বলেন, “পুতিন চাইলে যুদ্ধ বন্ধ করা সম্ভব। তবে এটির অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর।”

Nagad