তিন ব্যাংক পেল ২৬৫ কোটি টাকার সহায়তা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

তারল্য সংকটে থাকা তিন ব্যাংক ২৬৫ কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। চারটি শক্তিশালী ব্যাংক এই সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন ব্যাংক কত টাকা পেয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি।

যেসব ব্যাংক সহায়তা পেয়েছে সেগুলো হলো—ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর সহায়তা প্রদান করেছে ডাচ্-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং পূবালী ব্যাংক।

এর আগে, গত বৃহস্পতিবার তারল্য সংকটে থাকা আরও সাতটি ব্যাংককে ছয় হাজার ৫৮৫ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। সেই সময়ে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছিল ইসলামী ব্যাংক, যার পরিমাণ ছিল দুই হাজার ৯৫ কোটি টাকা।

অন্যদিকে, সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছিল এক হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক হাজার কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছিল ২৯৫ কোটি টাকা।