মামুন-জিয়াউলসহ ৮ কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আটজনকে আজ বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এ তথ্য মঙ্গলবার (১৯ নভেম্বর) নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন।এর আগে, ট্রাইব্যুনাল এই আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আজ যাদের হাজির করা হবে তারা হলেন—

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, কা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

গত সোমবার জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং একজন সাবেক বিচারপতিসহ ১৩ জনকে একই ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়।