একটি পিসি বিল্ড করতে চান? জেনে নিন প্রয়োজনীয় টিপস ও বিষয়গুলো

শাহজালাল রোহান;শাহজালাল রোহান;
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

নিজের ব্যবহারের জন্য একটি পিসি বিল্ড (তৈরি) করার পরিকল্পনা করছেন? তাহলে এ বিষয়গুলো দিকে নজর দিতে হবে। সব মিলিয়ে স্মার্ট পরিকল্পনা করলে আপনি একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী পিসি তৈরি করতে পারবেন। যা দিয়ে আপনার অফিসিয়াল কাজ হোক, গেমিং হোক, সবকিছু হয়ে উঠুক আরও সহজ! তবে একটি কার্যকরী ও বাজেট-বান্ধব পিসি তৈরি করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। আসুন, পিসি বিল্ডের জন্য করণীয় বিষয়গুলো ধাপে ধাপে দেখে নিই।

প্রথমত: উদ্দেশ্য নির্ধারণ করুন।

প্রথমেই সিদ্ধান্ত নিন, পিসিটি কী কাজে ব্যবহার করবেন। যদি গেমিং করতে চান; তাহলে হাই-এন্ড গ্রাফিক্স ও দ্রুত প্রসেসিংয়ের জন্য শক্তিশালী জিপিইউ (GPU) ও সিপিইউ (CPU) প্রয়োজন। গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়ে যদি আপনার পিসি ব্যবহার করতে চান তাহলে; বেশি র‌্যাম (RAM), শক্তিশালী প্রসেসর, এবং উচ্চ মানের ডিসপ্লে সাপোর্টিং জিপিইউ (GPU) অপরিহার্য।

এছাড়া বেসিক কাজ বা অফিসিয়াল ব্যবহারের জন্য যদি পিসি চান; তাহলে সাধারণ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম (GB RAM)-এ কাজ চলে যাবে।

২য়: বাজেট নির্ধারণ করুন
পিসি বিল্ডের আগে বাজেট ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। একটি মিড-রেঞ্জ পিসি বিল্ড করতে ৫০,০০০-৭০,০০০ টাকার মধ্যে কাজ হতে পারে। হাই-এন্ড পিসির জন্য ১-২ লাখ বা তার বেশি খরচ হতে পারে। এছাড়াও গেমিংয়ের ক্ষেত্রে আপনার চাহিদা মতো আরও বেশি দামেও পিসি বিল্ড করতে পারবেন।

৩য়: পিসির সঠিক পার্টস নির্বাচন করুন
(ক) প্রসেসর (CPU): এক্ষেত্রে ইন্টেল ( Intel) এবং এএমডি (AMD)-এর প্রসেসর বাজারে জনপ্রিয়। যদি গেমিং ও হাই-এন্ড টাস্কে আপনার পিসি ব্যবহার করেন; তাহলে ইন্টেল কোর আই ফাইভ/ আইসেভেন বা এএমডি রাইজেন ৫ অথবা ৭ (Intel Core i5/i7 বা AMD Ryzen 5/7) বেছে নিন। আর বেসিক কাজে ইন্টেল কোরআইথ্রি বা এএমডি রাইজেন থ্রি ( Intel Core i3 বা AMD Ryzen 3) যথেষ্ট।

Nagad

(খ) গ্রাফিক্স কার্ড (GPU): গেমিং ও ভিডিও এডিটিংয়ের জন্য NVIDIA RTX বা AMD Radeon সিরিজের কার্ড কিনুন।
বাজেট কম থাকলে GTX 1660 বা RTX 3050 ভালো অপশন।

(গ) র‌্যাম (RAM): ৮ জিবি বেসিক কাজের জন্য যথেষ্ট। হাই-এন্ড কাজ বা গেমিংয়ের জন্য ১৬ জিবি বা ৩২ জিবি বেছে নিন।

(ঘ) স্টোরেজ: এসএসডি: দ্রুত পারফরম্যান্সের জন্য আবশ্যক। অন্তত ২৫৬ জিবি এসএসডি (GB SSD) নিন।
এইচডিডি (HDD): বাড়তি স্টোরেজের জন্য ১টিবি বা তার বেশি।

(ঙ) মাদারবোর্ড: CPU ও GPU-এর সাথে সামঞ্জস্যপূর্ণ মাদারবোর্ড নির্বাচন করুন। ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় গিগাবাইট অথবা এমএসআই, আসুস, বেশ নির্ভরযোগ্য।

(চ) পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU): সঠিক ওয়াটের পিএসইউ (PSU) নিন। বাজেট পিসির জন্য ৫৫০ ওয়াট, হাই-এন্ড পিসির জন্য ৭৫০ ওয়াট বা তার বেশি। আপনার প্রয়োজন মতো বেছে নিন।

(ছ) কেসিং: পর্যাপ্ত এয়ারফ্লো কেসিং কিনুন। আরজিবি ফিচার চাইলে কেসিংয়ে সেটিও দেখতে হবে। বেশ আকর্ষণীয় লাগবে।

৪. কুলিং ব্যবস্থা নিশ্চিত করুন: গেমিং বা হাই-এন্ড কাজের জন্য প্রসেসর ও জিপিইউ (GPU) বেশি গরম হয়। লিকুইড কুলার, যদি বাজেট থাকে এবং হাই-পারফরম্যান্স চান নিতে পারেন।

৫. অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার
পিসি তৈরি হয়ে গেলে, উইন্ডোজ (Windows) ইন্সটল করতে হবে। Windows-এর জন্য অরিজিনাল লাইসেন্স কিনুন।
প্রয়োজনীয় সফটওয়্যার যেমন MS Office, Adobe Suite, বা গেমিং সফটওয়্যার প্রস্তুত রাখুন।

৬. পারফরম্যান্স টেস্ট করুন
সকল পার্টস সংযোজনের পর পিসি চালিয়ে পারফরম্যান্স চেক করুন। যদি কোনো সমস্যা হয়, সংশ্লিষ্ট হার্ডওয়্যার রিপ্লেস করুন বা যে প্রতিষ্ঠান থেকে বিল্ড করতে সেখানে বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

কোথা থেকে পিসি বিল্ড করবেন;
রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি মার্কেট, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার- থেকে করতে পারেন। তবে আরও ভালো সার্ভিস পেতে স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, রায়ান্স থেকেও তৈরি করতে পারেন। এছাড়াও এই দুই মার্কেট অনেক বিশ্বস্ত দোকান রয়েছে যেখান থেকে আপনার পছন্দের পিসি তৈরি করতে পারেন। সেখানে আপনার বাজেট বললেই-তারাই আপনাকে পরামর্শ দিবে। মিলিয়ে নিয়ে পিসি নিতে পারবেন।