তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে আদালত বলেন, কেন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। প্যাডেলচালিত রিকশাগুলোতেও পুরাতন ব্যাটারি লাগিয়ে এগুলো যান্ত্রিক করা হচ্ছে।

বেশিরভাগ ব্যাটারিচালিত রিকশা চলাচল করে অলিগলিতে, তবে সুযোগ পেলেই প্রধান সড়কেও দেখা যায় এসব রিকশা। বিশেষত খিলগাঁও, বাসাবো, রামপুরা, বাড্ডা, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, ডেমরাসহ বিভিন্ন এলাকায় এ ধরনের রিকশার আধিক্য লক্ষ্য করা যায়।

ব্যাটারিচালিত রিকশার কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বাড়ছে। ঢাকার দুই সিটি করপোরেশন একাধিকবার অভিযান চালালেও এসব রিকশার দাপট বন্ধ করা সম্ভব হয়নি। আদালতের এ নির্দেশনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Nagad