মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালককে বরণ করলো চট্টগ্রাম জেলা রোভার
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার ফুল দিয়ে বরণ করে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরীকে। এ সময় তিনি চট্টগ্রামে রোভার স্কাউটিংয়ের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ জসীম উদ্দীন, কোষাধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমীন খান, সম্পাদক এ জেড এম বোরহান উদ্দিন, সহকারী কমিশনার এস,এম, আফজর রহমান, মোহাম্মদ নোমান, অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন আহমদ, যুগ্ম সম্পাদক মোঃ এনাম, ডিআরএসএল এস এম হাবিব উল্লাহ হিরু, সহযোজিত সদস্য মোহাম্মদ খালেদুর রহমান, মোমেনা আকতার,প্রলয় বড়ুয়া, আরএসএল প্রতিনিধি মোঃ এমরানুল ইসলাম, জামাল উদ্দিন হায়দার, বি ইউ এম এমরান চৌধুরী, বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ তাওহিদুল ইসলাম, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি জাহেদ মিয়া প্রমুখ।

