যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ও লেবানন সরকার
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার এবং দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। সোমবার (১৮ নভেম্বর) লেবাননের এক শীর্ষ কূটনীতিক এ তথ্য জানান। প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ থামাতে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করছে। প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তাবিষয়ক বিশেষ দূত আমোস জে. হোচস্টেইন খুব শিগগিরই বৈরুতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।


এদিকে, আলোচনার মধ্যেও ইসরায়েল সোমবার বৈরুতের জুক্বাক আল-ব্লাত এলাকায় বিমান হামলা চালায়। এতে পাঁচজন নিহত এবং ৩১ জন আহত হন। ওই এলাকায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার সময় একটি প্রধান সড়কে গিয়ে বিস্ফোরিত হয়। এতে ছয়জন আহত হন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এক নারী।
এই সংঘর্ষের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: রয়টার্স।