৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসির কঠোর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সমালোচনার মুখে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যতা ফিরিয়ে আনতে তিনটি বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে প্রথম সভায় ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৮ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এবার নতুন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীর জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হবে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

৪৬তম বিসিএসের ফল পুনরায় প্রকাশ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। ইতোমধ্যে নির্বাচিত ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী তাদের অবস্থান ধরে রাখবে। এর সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হবে।

৪৫তম বিসিএসের খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। পিএসসি জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নন-ক্যাডার পরীক্ষা নিয়েও পদক্ষেপ
বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর নন-ক্যাডার পদের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করছে পিএসসি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

Nagad

নতুন কমিশনের কঠোর এ পদক্ষেপগুলো বিসিএস ও অন্যান্য পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।