চমক দিয়ে আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি
নভেম্বরের শেষ দিকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে এসেছে বড় চমক। দীর্ঘ দেড় বছর পর ফিরেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। একই সঙ্গে দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার ও স্পিনার সানজিদা আক্তার। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাজ নেহার। দলটির নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।


এই সিরিজটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। ২৭ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরবর্তী দুই ম্যাচ হবে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যাবে বাংলাদেশ। সেখানে ৫, ৭ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নেহার, সানজিদা আক্তার।