আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো, তবে তা আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মহান বিজয় দিবস ২০২৪’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। জনগণ যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করতে পারে, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “মহান বিজয় দিবস সবার জন্য। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একার অর্জন নয়। মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল, তাই এই দিবসের উদযাপনও হবে সবার অংশগ্রহণে।”
আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন, রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আলোকসজ্জাসহ উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, সবার সমন্বয়ে এ বছর বিজয় দিবস উদযাপন আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে।