উয়েফা নেশনস লিগ: হাঙ্গেরির জালে ৪ গোল দিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

হাঙ্গেরিকে ৪-০ গোলে পরাজিত করে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। গ্রুপ এ-৩ থেকে রানার্সআপ হিসেবে শেষ আটে পৌঁছেছে ডাচরা।

অ্যামস্টারডমের ক্রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রথমার্ধের শেষ দিকে হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম সৎলাই হঠাৎ বেঞ্চ থেকে পড়ে যান এবং খিঁচুনি দেখা দেয়। এই কারণে ৭ মিনিটের জন্য খেলা স্থগিত করতে বাধ্য হন স্প্যানিশ রেফারি হেসুস গিল মানজানো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে নেদারল্যান্ডস। প্রথমার্ধে দুটি পেনাল্টি থেকে গোল করে তারা এগিয়ে যায়। ২১ মিনিটে ওয়াট ওয়েগহর্স্ট প্রথম পেনাল্টি থেকে গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে (৪৫+১২ মিনিটে) দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন কোডি গাকফো।

বিরতির পর ৬৪ মিনিটে দুর্দান্ত শটে তৃতীয় গোল করেন ডেনজেল ড্রামফাইজ। ম্যাচের শেষ গোলটি করেন টিউন কোপমেইনার্স, ৮৫ মিনিটে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

Nagad