আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব: পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

পাবনা সংবাদদাতা:পাবনা সংবাদদাতা:
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

পাবনার সাঁথিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়াইলমারী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়া উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বিকেলে একটি মিছিল বের করা হয়। খাইরুন নাহার খানম মিরুর নেতৃত্বে মিছিলটি বোয়াইলমারী বাজারে পৌঁছালে প্রতিপক্ষ শামসুর রহমানের কর্মী-সমর্থকরা ওই কমিটি বাতিলের দাবিতে আরেকটি মিছিল নিয়ে আসে। মুখোমুখি অবস্থান থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় মুন্না (৩৫), হেলাল উদ্দিন (২৭), ইব্রাহিম হোসেন (৪২), হাশেমসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের একদিন আগেও প্রতিপক্ষের সমর্থকরা নবগঠিত কমিটির বিরুদ্ধে বেড়া সিঅ্যান্ডবি চত্বরে ঝাড়ু মিছিল করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান অভিযোগ করেন, “আমাদের মিছিলে হামলা চালানো হয়েছে। এতে আমাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে, আহ্বায়ক কমিটির সদস্যসচিব সালাহ উদ্দিন খান বলেন, “প্রতিপক্ষ আমাদের মিছিলে হামলা চালিয়ে ফাঁকা গুলি ছুড়েছে। এতে আমাদের ১০ জন আহত হয়েছে।”

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সংঘর্ষে উভয়পক্ষ জড়ালেও এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”

Nagad