শিশু অপহরণের চাঞ্চল্যকর কৌশল, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার যেভাবে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

ঢাকার আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় অপহৃত আট মাসের শিশুটিকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীরাও।

আজ শনিবার (১৬ নভেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ও কর্নেল মুনিম ফেরদৌস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের অপহরণের পরিকল্পনা ও যেভাবে বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন।

ব্রিফিংয়ে জানিয়েছেন, অপহরণের পুরো পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতির বিস্তারিত। গ্রেপ্তার হওয়া অপহরণকারীর নাম ফাতেমা আক্তার শাপলা। ২০১০ সাল থেকে তিনি মোহাম্মদপুরে পরিবারসহ বসবাস করছেন এবং সম্প্রতি তার স্বামীর সঙ্গে নবীনগর হাউজিংয়ে বসবাস শুরু করেন।

এদিকে, অপহরণের এক সপ্তাহ আগে শিশুটির মায়ের সঙ্গে পরিচয় হয় শাপলার। নিজেকে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পরিচয়ে তুলে ধরে, শাপলা শিশুটির মাকে সাবলেট হিসেবে থাকার প্রস্তাব দেন, যা শিশুটির মা গ্রহণ করেন। এরপর ১৪ নভেম্বর শাপলা ওই বাড়িতে যান এবং রাতে বাসায় থেকে সকালে পরিকল্পনা অনুযায়ী তার চাচাতো ভাইসহ তিনজন বাসায় ঢুকে শিশুটির মাকে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে শিশুটিকে অপহরণ করেন।

র‌্যাবের দ্রুত উদ্ধার অভিযানে শিশুটি নিরাপদে ফিরে আসে এবং অপহরণকারী শাপলাসহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

Nagad