রোনালদোর জয়ের রেকর্ডে ভর করে নেশন্স লিগের শেষ আটে পর্তুগাল
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। ঘরের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি এদিন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও গড়েন।
শুক্রবার রাতে এস্তাদিও দো স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরির কারণে খেলা হয়নি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওভানডস্কির। ফলে পোল্যান্ডের ওপর ৫-১ গোলের জয় তুলে নেয় পর্তুগিজরা।


এই জয়ে রোনালদো তার ক্যারিয়ারে ১৩২তম জয় অর্জন করেন, যা তাকে সবচেয়ে বেশি জয়ী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করে। এদিন সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে রাফায়েল লিও অচলাবস্থা ভাঙেন এবং পর্তুগালকে এগিয়ে দেন। ৭২ মিনিটে রোনালদো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
পর্তুগাল পরবর্তী সময়ে ৮ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ, ৮৩ মিনিটে নেটো পেদ্রো এবং ৮৭ মিনিটে রোনালদো বাইসাইকেল কিকে গোল করেন।
নেশনস লিগের চলতি মৌসুমে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। পোল্যান্ডের একমাত্র সান্ত্বনা গোলটি করেন ডমিনিক মার্কযুক।
গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া, আর পোল্যান্ড ও স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান করছে।