লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯, আহত ১৮২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

ছবি: আল জাজিরা

লেবাননে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৫৯ জন, আহত হয়েছেন অন্তত ১৮২ জন। শনিবার (১৬ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৫ জনে। আহত হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন।

গত সেপ্টেম্বরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার সংঘাত শুরু হয়। এর পর থেকেই রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে ইসরায়েল বিমান হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অস্ত্রাগার, অবকাঠামো ও অপারেটিভসকে লক্ষ্য করেই এসব হামলা চলছে।

অন্যদিকে, হিজবুল্লাহ পাল্টা আক্রমণে ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিগুলোতে অত্যাধুনিক মিসাইল হামলা চালাচ্ছে। এই সংঘাতের ফলে লেবাননে অন্তত ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ইরান সতর্ক করে জানিয়েছে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Nagad