ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপালের বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

সংগৃহীত ছবি

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা উপস্থিত ছিলেন।

চলতি বছরের মে-জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহলের ভারত সফরে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয় এবং ৩ অক্টোবর চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে উদ্বৃত্ত জলবিদ্যুৎ রপ্তানি করবে।

প্রথম ধাপে নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত টাকা। এই চুক্তি তিন দেশের মধ্যে বিদ্যুৎ সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।