টিএনজেড শ্রমিকদের বেতন পরিশোধ, শনিবার থেকে খুলছে কারখানা
গাজীপুরে টানা তিনদিনের শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের পর অবশেষে টিএনজেড গ্রুপের পোশাক কারখানার তিন হাজার ৬২০ শ্রমিক এবং ১২০ জন স্টাফ তাদের বকেয়া এক মাসের বেতন পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশের মাধ্যমে ৮ কোটি টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পরিশোধ করা হয়।
টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়তুল হক জানিয়েছেন, শনিবার (১৬ নভেম্বর) থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে। বেতন পেয়ে শ্রমিকরা খুশি। রোকসানা আক্তার নামের এক শ্রমিক বলেন, “আগামী রোববারের মধ্যে বেতন পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবারই পেয়ে গেছি। মালিকপক্ষ কথা রেখেছেন।”


বেতন পরিশোধের মাধ্যমে শ্রমিক অসন্তোষ প্রশমিত হলেও চেয়ারম্যান হেদায়তুল হক অর্থ সংকটের জন্য ব্যাংক লোন প্রাপ্তির জটিলতা এবং অতিরিক্ত সুদ পরিশোধকে দায়ী করেছেন। তিনি জানান, সরকারের সহায়তায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়েছে।
এদিকে, শ্রম সচিব এএইচএম শফিকুজ্জামানের মধ্যস্থতায় শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে একটি সমঝোতা চুক্তি হয়। এতে সিদ্ধান্ত হয়, সেপ্টেম্বর মাসের বেতন ১৭ নভেম্বরের মধ্যে এবং অক্টোবর মাসের বেতন ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে।
কারখানার স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান হেদায়তুল হক। তিনি শ্রমিকদের প্রতি পরিস্থিতি বিবেচনা করে উৎপাদনে সহযোগিতা করার আহ্বান জানান।