ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রতিবেদন নিয়ে প্রতিবাদ জানানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

সংগৃহীত ছবি

বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার ও মিথ্যা রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম চট্টগ্রামসহ বিভিন্ন বিষয়ে মিথ্যা প্রতিবেদন প্রচার করছে, যা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। এ ধরনের মিথ্যা রিপোর্টের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাব।

আজ (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা আমরা স্বীকার করি, তবে মিথ্যা রিপোর্ট প্রচার করার কোনো অধিকার নেই। ভারতীয় মিডিয়া এখন মিথ্যা রিপোর্টের কারণে তাদের সত্যি রিপোর্টও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। তিনি গণমাধ্যম কর্মীদেরও এ বিষয়ে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।

মাদক সমস্যা এবং পুলিশের আস্থা পুনরুদ্ধারের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, মাদক একটি বড় সমস্যা এবং আমরা মাদক ব্যবসায়ীদের মূল হোতাদের ধরতে চেষ্টা করছি। পাশাপাশি বাহিনীগুলোর জনগণের প্রতি আস্থা বাড়ানোর জন্য কাজ চলছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে তুলতে হবে। জনবান্ধব করার জন্য আমাদের কি চেষ্টা- সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের বাহিনীর অনেক সমস্যা আছে- এসব সমস্যা কীভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়েছে।’

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, সেনাবাহিনী ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Nagad