ছাড় ও উপহারে জমজমাট আইডিবির কম্পিউটার মেলা, গিগাবাইট স্টলে ভিড়

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা “সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪।” আজ মেলা তৃতীয় দিন। সোমবার (১১ নভেম্বর) নভেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। মেলায় দেশি-বিদেশি শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবা নিয়ে অংশগ্রহণ করেছে, যেখানে রয়েছে বিশেষ ছাড়, আকর্ষণীয় পুরস্কার ও প্রতিযোগিতা।

মেলায় গিগাবাইট স্টল বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। গিগাবাইট পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন উপহার যেমন, কিবোর্ড-মাউস কম্বো, টিশার্ট, মাউস, কেসিং, মনিটর, হেডফোন, কি রিং, এবং ১০০০ টাকার ক্যাশব্যাক অফারসহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়া গিগাবাইট স্টলে দর্শনার্থীরা গেমিং সিমুলেটর গেম খেলার সুযোগ পাচ্ছেন, যা দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ যোগ করেছে।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান বলেন, মেলা মানেই আনন্দ, কোয়ালিটি পণ্যের সমাহার। এবারের মেলায় বেশ আকর্ষণীয় ‍উপহার রয়েছে। সবাইকে গিগাবাইট স্টলে আসার আমন্ত্রণ জানাচ্ছি।”

গিগাবাইটের কমিউনিকেশন ম্যানেজার মোস্তফা মনোয়ার গণমাধ্যমকে জানান, গিগাবাইটের রেসিং সিমুলেটরটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে এটি অত্যন্ত উপভোগ করছেন। এছাড়াও প্রতিদিন শিক্ষার্থীরা গিগাবাইটের কুইজে অংশ নিয়ে ক্যাপ, টিশার্ট ও চাবির রিংসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিচ্ছে। তিনি আরও বলেন, দর্শনার্থীরা মেলায় গিগাবাইটের সকল পণ্যের সরাসরি অভিজ্ঞতা নিচ্ছেন এবং টাচ অ্যান্ড ফিল্ডের মাধ্যমে পণ্যগুলোর মান যাচাই করছেন। কাস্টমারদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।

এছাড়া, মেলা জুড়ে রয়েছে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ এবং বিভিন্ন স্টলে দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড় ও অফার। এবারের মেলায় শিক্ষার্থীরা বিশেষ প্রাধান্য পাচ্ছেন, যেখানে তাদের জন্য আয়োজিত হয়েছে গেমিং প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ন। আয়োজনটি সফল করতে আইডিবি কতৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

Nagad