বিএনপি পরিবারতন্ত্রের রাজনীতি করবে না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ‘৩১-দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারেক রহমান গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক নেতা, কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে।


তারেক রহমান আরও বলেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে স্বৈরাচার মাথাচাড়া দেবে না এবং জনগণের হাতেই সব ক্ষমতা থাকবে। প্রধানমন্ত্রী পদের জন্য দুই মেয়াদের সীমা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
তারেক রহমান উল্লেখ করেন, ক্ষমতা নয়, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।