সোহরাওয়ার্দী উদ্যানে হবে বইমেলা, নিশ্চিত করলেন উপদেষ্টা ফারুকী

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

সংগৃহীত ছবি

বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা।

আজ বুধবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একটি বহু ধর্ম, ভাষা ও জাতিগোষ্ঠীর দেশ, যা সম্প্রীতির বার্তা বহন করে। দেশের বিরুদ্ধে অপপ্রচারের জবাবে আমাদের সংস্কৃতি ও সম্প্রীতির চিত্র তুলে ধরা হবে।”

ফারুকী আরও জানান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভা আগামী ১৫ নভেম্বর বাতিল করা হয়েছে। দেশের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে কারও ধর্ম বা জাতিগত পরিচয়ে আক্রমণ করা হবে না।

উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে চিঠি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা না করতে বলেছিল। তবে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানিয়েছিলেন, তিনি সোহরাওয়ার্দী উদ্যানে মেলা আয়োজনের চেষ্টা চালিয়ে যাবেন।