‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা চাঁদপুরে সেই এসআই সাময়িক বরখাস্ত
চাঁদপুরের হাজীগঞ্জ থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে ঘুষ গ্রহণের সময় ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসআই মাহফুজের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ঘুষ গ্রহণের সময় ওই কথা বলতে শোনা যায়। ভিডিওতে দেখা যায়, এক দোকানে সাদা পোশাকে বসে থাকা অবস্থায় তিনি টাকার অংক নিয়ে দর কষাকষি করছেন।


ঘটনাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিবের নজরে এলে প্রাথমিক তদন্তের পর তাকে হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দে-এর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এসআই মাহফুজ গুনে গুনে টাকা গ্রহণের সময় বলেন, “টাকা গুনে নেওয়া সুন্নত।” এরপর টাকাগুলো গুনে নিয়ে চলে যান তিনি। ঘটনাটি ভাইরাল হওয়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে।
পারিবারিক বিরোধ মেটাতে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।