আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

বিদ্যুৎ খাতে আদানির সঙ্গে একতরফা চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম। বুধবার (১৩ নভেম্বর) এ রিট দায়ের করেন তিনি।

চুক্তিটিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে ব্যারিস্টার কাইয়ুম এই রিট দায়ের করেছেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৬ নভেম্বর এই চুক্তি বাতিলের জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, যাতে পিডিবি ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়।