সাবেক মেয়র আতিকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই মামলায় আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীরও তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড আদেশ দেন।

এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৭ অক্টোবর তাকে মোহাম্মদপুর থানার তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। আতিকুল ইসলামও তাদের মধ্যে অন্যতম ছিলেন।