সরকারকে বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সরকারকে এর সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার গঠিত হলে বর্তমান সকল সমস্যা সমাধান হবে, এজন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার।
মঙ্গলবার (১২ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


ফখরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক শক্তির নেতিবাচক আলোচনার কারণে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হচ্ছে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পুনর্গঠনের জন্য ছাত্র-জনতার আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে, যা হারালে জাতি বিপন্ন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদকে পরাজিত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। এছাড়া, বিএনপি দেশের ইতিহাসে জিয়াউর রহমানের অবদান স্মরণ করে, যারা একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বিএনপির ভূমিকা এবং দলের ভবিষ্যৎ আন্দোলনের কথা উল্লেখ করে সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অনুরোধ জানান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।