বিপিএল ২০২৪ শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর পর্দা উঠছে ৩০ ডিসেম্বর, এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি, ২০২৫।

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি ভিডিওর মাধ্যমে এবারের বিপিএলের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। ৭ দলের এই টুর্নামেন্টে অংশ নেবে—ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স।

প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী মুখোমুখি হবে, এরপর রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারি, যেখানে বরিশাল ও চিটাগং কিংস লড়বে।

টুর্নামেন্টের শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।

এছাড়া, এবারের বিপিএলে টিকিটের ঝামেলা কমাতে ই-টিকেট ব্যবস্থা চালু করেছে বিসিবি, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট কিনতে সহায়তা করবে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশাবাদ ব্যক্ত করেছেন যে, এবারের বিপিএল আগের সব আসরের চেয়ে আরও মানসম্পন্ন হবে।

Nagad