ভূরুঙ্গামারীতে ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

কূড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। গ্রেপ্তারকৃতরা হ‌লেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ (৪০) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লাভলু মিয়া মিলন (৩৯)।

মঙ্গলবার (১২ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের জমসেদ আলী ঝুমুর আমিনের ছেলে ফারুক আহমেদ এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান আলীর ছেলে লাভলু মিয়া মিলনকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে হামলার ঘটনায় করা মামলায় তা‌দের গ্রেপ্তার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।