প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন, অভ্যুত্থানে ভূমিকার প্রশংসা প্রধান উপদেষ্টার
প্রবাসী শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর এবং জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।”
সোমবার (১১ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, “আমরা প্রবাসীদের কাছে সবসময় কৃতজ্ঞ। এই লাউঞ্জটি তাদের ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলবে।”


এই প্রথমবারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের জন্য এমন একটি লাউঞ্জ চালু করা হলো, যেখানে তারা বিশ্রাম নিতে এবং ভর্তুকিযুক্ত খাবার গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাথ গাজ্জালি জানান, জাতিসংঘের এই সংস্থা লাউঞ্জটিকে স্পনসর করেছে। এছাড়া, অভিবাসীদের সহায়তা করতে প্রায় ১০০ স্বেচ্ছাসেবকও সরবরাহ করা হবে।