নতুন মামলায় গ্রেপ্তার শাজাহান খান, রাশেদ খান মেননসহ ৭ জন
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় পৃথক মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেননসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সোমবার (১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, যুবলীগ নেতা কবির হোসেন, এবং ডিজিএফআইয়ের রেজাউল করিম।


এই দিন, মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানান এবং একই সঙ্গে তাদের কারাগারে রাখার আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
অন্য মামলাগুলোর মধ্যে পল্টন থানার শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম ও কবির হোসেন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত রফিকুল ইসলাম হত্যা মামলায় আহম্মদ হোসেন এবং মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এটি এমন এক সময় ঘটছে, যখন ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান, এবং কেউ কেউ দেশ ছাড়লেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। গত আগস্টে হত্যার অভিযোগে প্রথম গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। এর পর থেকে ছাত্র আন্দোলন এবং হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীসহ বিভিন্ন কর্মকর্তাও গ্রেপ্তার হচ্ছেন।