গিগাবাইট পার্টনারদের নিয়ে ইনানি বিচে আনন্দময় দিন

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

কক্সবাজারের বিখ্যাত ইনানি বিচে গিগাবাইটের পার্টনারদের জন্য আয়োজন করা হয় তিন দিনের এক বিশেষ অনুষ্ঠান। এর প্রথম দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমানে আসা পার্টনাররা একত্রিত হন এই আয়োজনে, যেখানে তারা সমুদ্রের গর্জন ও প্রকৃতির মাধুর্য উপভোগের পাশাপাশি গান, কৌতুক, খেলা ও আড্ডায় কাটান এক অবসরময় সময়। এদিন প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সাগরের নীল জলরাশির মাঝে পার্টনারদের জন্য ছিল বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

কক্সবাজারের উখিয়া ডেরা রিসোর্টে রোববার (১০ নভেম্বর) এই আয়োজন বসে। বিমানের যাত্রার ক্লান্তি কাটিয়ে দ্রুতই সকলেই আয়োজনের আনন্দে মেতে ওঠেন। দুপুরের খাবার সেরে ইনানি বিচের তীরে সাগরের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সময় কাটান। বিকেলে বালির ওপর বসে সাগরের গর্জন শোনার পাশাপাশি সন্ধ্যায় তারা ব্যাডমিন্টন, সুইমিং পুলে সাঁতার এবং ছবি তোলার মতো বিভিন্ন মজার কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পার্টনারদের কেউ গান গেয়ে, কেউ কৌতুক শুনিয়ে আড্ডাকে আরও প্রাণবন্ত করে তোলেন। এই আনন্দঘন পরিবেশ সবার মাঝে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে এবং সবার মাঝে এক আলাদা উচ্ছ্বাসের সৃষ্টি করে। স্মার্ট টেকনোলজিসের গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী বলেন, “আজকের এই আয়োজন শুধুই বিনোদন নয়, বরং এটি পার্টনারদের মধ্যে মেলবন্ধন তৈরি করার জন্য এক চমৎকার উদ্যোগ। বিমানযাত্রা থেকে শুরু করে ইনানি বিচের প্রতিটি মুহূর্তই সবার জন্য হয়ে উঠেছে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

প্রথম দিনের এই আনন্দঘন মুহূর্তের বিভিন্ন ছোটো ছোটো ইভেন্টে অংশগ্রহণ করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান, গিগাবাইট টিমসহ স্মার্ট টেকনোলজিসের বিভিন্ন কর্মকর্তা ও সম্মানিত পার্টনারবৃন্দ।

প্রসঙ্গত, গিগাবাইট বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান, যার দেশের বাজারে একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

Nagad