জনপ্রিয় টিভি অভিনেত্রী আফরোজা হোসেনের জীবনাবসান
টিভি নাটকের পরিচিত মুখ আফরোজা হোসেন আজ রোববার (১০ নভেম্বর) ভোরে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু, যিনি তার গভীর শোক প্রকাশ করে বলেন, “আপা, তোমার সঙ্গে প্রতিদিনের কথাগুলো কীভাবে বলব? নাঈমকে কীভাবে সান্ত্বনা দেব?”
২০২২ সালের সেপ্টেম্বরে আফরোজা হোসেনের জরায়ুর ক্যানসার ধরা পড়ে, যা পরে মেরুদণ্ডে ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হলেও শেষ পর্যন্ত মরণব্যাধির কাছে হার মানতে হলো এই প্রিয় অভিনেত্রীকে।


আফরোজা হোসেনের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহায়তায় নির্মিত নাটক ‘আনন্দ পাঠ আসর’-এর মাধ্যমে, যেটি পরিচালনা করেছিলেন নাট্যজন মামুনুর রশীদ। এরপর তিনি ‘ঠ্যাটারু’ নাটকে এবং আরও অসংখ্য নাটকে কাজ করেছেন। এছাড়া অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ‘আবার বসন্তে’ও তার অভিনয়ের এক বিশেষ সংযোজন।