গণঅভ্যুত্থানই অন্তর্বর্তী সরকারের বৈধতা: আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

সংগৃহীত ছবি

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণঅভ্যুত্থানই বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার ভিত্তি। তিনি বলেন-“এই সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান, যা আইনি স্বীকৃতি ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। গত তিন মাসে আমাদের কার্যক্রমের অগ্রগতি স্পষ্ট। সংস্কার কমিশনগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে এবং রিপোর্টের ভিত্তিতে সংস্কারের কাজ চলবে।”

আজ রবিবার (১০ নভেম্বর) সচিবালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে এবং তাদের প্রস্তাবনার ভিত্তিতে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে বসে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন সম্ভব হবে।”

এছাড়া, উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শ্রমিকদের উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা ষড়যন্ত্রের অংশ। তবে এই প্রচারণায় শ্রমিকরা সাড়া দেয়নি, যা প্রমাণ করে তাদের আহ্বানে সাড়া দেয়ার মতো পরিবেশ নেই।”