আজ শহীদ নূর হোসেন দিবস
আজ রবিবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস। এ উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সকালে তাঁর পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। বুকে ও পিঠে “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” স্লোগান লিখে রাজপথে নেমে আসেন তিনি। আন্দোলনে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হলেও নূর হোসেনের এই আত্মত্যাগ এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। দীর্ঘ গণআন্দোলনের প্রেক্ষিতে অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ।


এ বছর দিবসটি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালন না করলেও দলের পক্ষ থেকে দুপুরে গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।