জিরো পয়েন্টে পাল্টাপাল্টি কর্মসূচি, ঢাকায় কড়া নিরাপত্তা প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে আজ (১০ নভেম্বর) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্ররা নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছেন। শহীদ নূর হোসেনের স্মরণে এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আওয়ামী লীগ বিকেলে একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। পাল্টা কর্মসূচি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে।

রোববার (১০ নভেম্বর ) সকাল থেকে গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নিয়েছেন ছাত্ররা। পাশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে সাঁজোয়া যান ও জলকামানের গাড়ি নিয়ে সতর্ক অবস্থানে আছেন পুলিশ সদস্যরা।

ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, নগরীর শৃঙ্খলা রক্ষায় ডিএমপি প্রতিজ্ঞাবদ্ধ এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।