জিরো পয়েন্টে উত্তাল ছাত্র-জনতার স্লোগান, লীগের কর্মসূচি প্রতিরোধে রাতেই নিয়ন্ত্রণে
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিরোধ করতে শনিবার রাতেই জড়ো হয়েছেন ছাত্র-জনতা। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে হাজারো মানুষের স্লোগানে প্রকম্পিত হয়েছে নূর হোসেন চত্বর।
এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রোববার বিকেল ৩টায় গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের জিরো পয়েন্টে সমবেত হওয়ার আহ্বান জানায়। শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার দিয়ে জানানো হয়, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, গণতন্ত্র পুনরুদ্ধারে।’


আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোববার গণজমায়েতের ডাক দিয়ে বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে সমবেত হোন।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে দুপুর ১২টায় তাদের কর্মসূচি ঘোষণা করার পরপরই সেখানে বিপুল জনসমাগম শুরু হয়।
এদিকে জিরো পয়েন্টে ছাত্র-জনতার কিছুর হাতে লাঠিসোঁটা দেখা গেছে, যা কর্মসূচির উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে।