বাংলাদেশের দারুণ জয়, সিরিজে সমতা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

সিরিজে টিকে থাকতে হলে জিততেই হতো বাংলাদেশকে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচটি এখন হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল, যা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শারজায় আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের বিপক্ষে রান তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই হারায় রহমানউল্লাহ গুরবাজকে। তাসকিন আহমেদের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে গুরবাজ ফিরলে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এরপরও বাংলাদেশের বোলাররা নিয়মিত চাপ তৈরি করে রাখেন, ফলে প্রথম ১০ ওভারে আফগানরা ৪০ রানেই সীমাবদ্ধ থাকে।

অবশেষে ১৭তম ওভারে সেদিকউল্লাহ আতালকে মিরাজের হাতে ক্যাচে পরিণত করে দ্বিতীয় উইকেট এনে দেন নাসুম আহমেদ। এরপর অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির সঙ্গে একটি বড় জুটি গড়লেও দলীয় ১১৮ রানে মুস্তাফিজুর রহমানের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন শাহিদি। এরপর দ্রুত তিনটি উইকেট হারিয়ে আফগানিস্তান চাপে পড়ে যায়। মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব কিছুটা প্রতিরোধ গড়লেও শরিফুল ও মিরাজ তাদের আউট করে আফগানদের বিপদে ফেলে দেন, এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে বল হাতে নাসুম আহমেদ ২৮ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন। মুস্তাফিজ ও মিরাজ দুজনেই দুটি করে উইকেট শিকার করেন, তাসকিন ও শরিফুল নেন একটি করে উইকেট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুতেই ভালো কিছু শট উপহার দিলেও ১৭ বলে ২২ রানে ফিরেন তানজিদ তামিম। সৌম্য সরকার ও শান্তর দ্বিতীয় জুটি ৭১ রানে ভাঙে রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে। এরপর শান্ত ৭৫ বলে হাফসেঞ্চুরি করলেও ইনিংসকে খুব বেশিদূর টেনে নিতে পারেননি। খারোটের বলে ৭৬ রানে আউট হন তিনি। শেষ দিকে জাকের আলি ও নাসুমের ব্যাটে আড়াইশর বেশি রান করে বাংলাদেশ। জাকের ২৭ বলে ৩৭ ও নাসুম ২৪ বলে করেন ২৫ রান।

Nagad

আফগানদের হয়ে রশিদ খান ও খারোটে যথাক্রমে দুটি ও তিনটি উইকেট নেন।