ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৬ নভেম্বর) এক বিশেষ বার্তায় এই শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

মার্কিন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুভেচ্ছাবার্তায় বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার (ট্রাম্প) বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি আমেরিকার জনগণকে নাড়া দেওয়ারই প্রতিফলন। আমি নিশ্চিত যে, আপনার তত্ত্বাবধানে আমেরিকা উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’

শুভেচ্ছাবার্তায় আরও বলা হয়, ‘পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে বাংলাদেশ ও আমেরিকার। আপনার আগের মেয়াদে এই সম্পর্ক গভীর হয়েছিল। আমি আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের অংশীদারত্বের নতুন উপায় খোঁজার দিকে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে।’

প্রধান উপদেষ্টা শুভেচ্ছাবার্তায় বলেন, ‘একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। আর এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদারত্ব ও সহযোগিতার জন্য মুখিয়ে আছে।’

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বলছে, ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। আর সিএনএন বলছে, ট্রাম্প পেয়েছেন ২৭৬টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট হতে হলে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট।

Nagad

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট।